মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

দলীয় কার্যালয়ে যুবলীগ কর্মী খুন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৫ পিএম

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার বেলতলী ঘোনা এলাকায় দলীয় কার্যালয়ে মো. মাসুদ (২৮) নামে এক যুবলীগ কর্মী ছুরিকাঘাতে খুন কার হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিজেদের মধ্যকার রাজনৈতিক দ্বন্দ্বে মো. মাসুদকে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তি আকবর শাহ মাজার এলাকার আবুল বাশারের পুত্র।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জসীম উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যার সময় এলাকার স্থানীয় আওয়ামী লীগের রাজনৈতিক অফিসে বসে আড্ডা দিচ্ছিলেন মাসুদসহ পাঁচ-ছয় যুবক। এ সময় অস্ত্রসহ পার্টি অফিসে সাত-আট যুবক তাদের ওপর  হামলা চালায়, এতে মাসুদ ছুরিকাহত হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘ছুরিকাঘাতে গুরুতর আহত মো. মাসুদকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে ওসি জসীম উদ্দিন বলেন, আধিপত্যে বিস্তারকে কেন্দ্র করে এলাকার আবদুল জলিলের সঙ্গে ফারুকের দ্বন্দ্বের প্রাথমিক তথ্য পেয়েছি, বিস্তারিত তদন্তের মাধ্যমে জানা যাবে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত