বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া প্রথম সন্তান মেহেরের মা হয়েছেন ১৮ নভেম্বর। এর অল্প বিরতির পরই টিভি সঞ্চালক ও বিচারকের কাজে ফেরেন। কিন্তু তার কাজের চেয়ে মাতৃত্বজনিত স্থূলতার দিকে মনোযোগ দিয়েছে কোনো কোনো গণমাধ্যম।
এ নিয়ে প্রকাশ হয়েছে খবর। আর নেহাও খেপেছেন ভীষণ। চুপ থাকতে পারলেন না নায়িকা।
টুইটারে নিজের মনের কথা খুলে বলেছেন নেহা। তিনি বলেন, শুধু সেলিব্রিটি নয় যে কোনো মানুষকে স্থূলতার জন্য লজ্জা দেওয়া বন্ধ করতে হবে।
নেহা আরও বলেন, তিনি সদ্য মা হয়েছে। এ সময় সন্তানের ভালোর জন্য তাকে স্বাস্থ্যবান ও তেজদীপ্ত থাকতে হবে। যারা এ বিষয়ে নেতিবাচক মন্তব্য করেন, তারা নিচ মানসিকতার পরিচয় দিয়েছেন।
সম্প্রতি এ তারকা হাজির হন লাকমে ফ্যাশন উইকে। জানান, তিনি কাজ চালিয়ে যেতে চান। মেয়ের বয়স কয়েক মাস, এরই মধ্যে সে মাকে অনেক কিছু শিখিয়েছে। যখন কাজ শেষে বাড়ি ফিরে মেয়েকে দেখেন, মনে হয় এমন দারুণ কিছু অতীতে ঘটেনি। মেহের তাকে সবার সঙ্গে মানিয়ে নিতে শিখিয়েছে।
নেহার টুইটার পোস্টে বরুণ ধাওয়ান, নিমরত কৌর ও সোফি চৌধুরীর মতো তারকারা লাইক দিয়েছেন।