বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের চতুর্থ ম্যাচে দাপুটে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে এক রকম উড়িয়ে দিয়েছে দলটি।
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনীর জয় ৫-১ গোলের। দলটির জাতীয় দলের ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন পেয়েছেন হ্যাটট্রিক। নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা করেছেন জোড়া গোল। চার ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি।
এদিন ম্যাচের ১৮ মিনিটেই জীবনের গোলে এগিয়ে যায় আবাহনী। এক মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন জাতীয় দলের এই ফরোয়ার্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে রহমতগঞ্জের হয়ে ব্যবধান কমান সিও জোনাপিও।
দ্বিতীয়ার্ধে জ্বলে উঠলেন আবাহনীর বিদেশি ফরোয়ার্ড সানডে চিজোবা। ৫০ মিনিটে এই ফরোয়ার্ড জাল খুঁজে নিলে ৩-১ গোলে এগিয়ে যায় আবাহনী। ৬৮ মিনিটে চিজোবা নিজের দ্বিতীয় গোল করলে ৪-১ এ লিড পায় বর্তমান চ্যাম্পিয়নরা। খেলার শেষ মুহূর্তে যোগ করা সময়ে জীবন হ্যাটট্রিক পূরণ করলে ৫-১ গোলের দাপুটে জয় পায় আবাহনী।
রহমতগঞ্জ এ নিয়ে দ্বিতীয় হারের মুখে দেখল। দুটি ম্যাচ ড্র করেছে পুরান ঢাকার দলটি।
এদিকে নোয়াখালীতে দিনের অন্য ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মুখোমুখি হয় টিম বিজেএমসির। ২-০ গোলে জয় তুলে নেয় শেখ জামাল ধানমন্ডি। শেখ জামাল তাদের দুই ম্যাচের দুটিতেই জয় পেল। আর বিজেএমসির চতুর্থ ম্যাচে তৃতীয় হার এটি।