মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

নাট্যনির্মাতা বদরুল আনাম সৌদ হাসপাতালে

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৪ পিএম

নাট্যনির্মাতা বদরুল আনাম সৌদ হার্ট অ্যাটাক করেছেন। বর্তমানে তিনি জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার বিকেলে তিনি বুকে ব্যথা অনুভব করায় প্রথমে তাকে পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে হৃদ্‌রোগ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার হার্টে ব্লক ধরা পড়েছে। বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ডা. বদিউজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন সৌদ। শনিবার রাতে দেশ রূপান্তরকে এই তথ্য জানিয়েছেন টেলিভিশন নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টর'স গিল্ডের সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন।

তুহিন হোসেন বলেন, 'ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু, কচি খন্দকার, চিত্রলেখা গুহ, ওয়াহিদা মল্লিক জলি, সাজু খাদেম, সাজ্জাদ সনি, পিকলু চৌধুরীসহ অনেকেই হাসপাতালে সৌদকে দেখতে এসেছেন।'

তিনি আরও বলেন,  'অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাও এখানে রয়েছেন। সৌদ ভাইকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডাক্তার জানিয়েছেন সৌদ ভাই এখন শঙ্কামুক্ত।'

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত