চেলসির হয়ে প্রথম গোলের দেখা পেলেন গঞ্জালো হিগুয়েইন। আর্জেন্টাইন ফরোয়ার্ড ইংলিশ ক্লাবটির হয়ে করলেন জোড়া গোল। বেলজিয়াম তারকা এডেন হ্যাজার্ডও পেলেন জোড়া গোল। তাতে হাডার্সফিল্ড টাউনকে একরকম উড়িয়ে দিয়ে জয়ে ফিরল চেলসি।
শনিবার স্টামফোর্ড ব্রিজে ৫-০ গোলের জয় তুলে নেয় চেলসি। হিগুয়েইন ও হেজার্ডের জোড়া গোল ছাড়াও গোল পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা দাভিদ লুইস।
ম্যাচের প্রথমার্ধেই এদিন ২-০ গোলে এগিয়ে যায় চেলসি। বুধবার আগের ম্যাচে বোর্নমাউথের কাছে ৪-০ গোলে হেরেছিল দলটি।
এদিন ১৬ মিনিটে চেলসির গোলমুখ খোলেন হিগুয়েইন। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন হ্যাজার্ড। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে হ্যাজার্ড নিজের দ্বিতীয় গোলের দেখে পেলে ৩-০ গোলের লিড পায় চেলসি। তিন মিনিটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জাল খুঁজে নেন হিগুয়েইন। আর্জেন্টাইনের গোলটি ছিল দেখার মতো।
৮৬ মিনিটে চেলসির ৫-০ গোলের জয় নিশ্চিত করেন লুইস। ২৫ ম্যাচে ১৫ জয়ে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে চেলসি।
এদিকে দিনের অন্য ম্যাচে জয় পেয়েছে টটেনহ্যাম। নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে দলটি। ২৫ ম্যাচে ১৯ জয়ে মোট ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল দলটি।