মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

এরশাদ ফিরতে পারেন কাল

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪৬ এএম

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দেশে ফিরছেন। আগামীকাল সোমবার তার দেশে ফেরার কথা রয়েছে। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী। বিজ্ঞপ্তিতে এরশাদের শারীরিক অবস্থা এখন ‘অনেক’ ভালো বলা হয়েছে। কিন্তু এরশাদের অবস্থা নিয়ে চিন্তিত তার দল। দলের নেতারা দেশ রূপান্তরকে বলেন, ফেরার পর ঠিক কতটুকু সুস্থ হয়ে উঠবেন তিনি, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ব্যাপারে দল থেকেও  যেকোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলা হয়েছে।

গত ১৯ জানুয়ারি সিঙ্গাপুরে যান এরশাদ। এর আগে ডিসেম্বরে ১৬ দিন সেখানে ছিলেন তিনি। এরপর দেশে ফিরলেও তার শারীরিক অবস্থার অতটা উন্নতি হয় না। এবার সিঙ্গাপুর যাওয়ার আগে তিনি বেশিরভাগ সময়ই সম্মিলিত সামরিক হাসপাতালে ছিলেন। এমনকি দেশত্যাগের দিন এবার কারও সঙ্গে কথাও বলেননি এরশাদ। খন্দকার দেলোয়ার জালালী জানান, সিঙ্গাপুর এয়ারলাইনের একটি বিমানে সোমবার রাত সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছার কথা রয়েছে। বর্তমানে তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাইরে অবস্থান করছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত