একাদশ জাতীয় সংসদের প্রথম দিনে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় ঐক্যের ডাক প্রসঙ্গে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘জাতীয় ঐক্য চাইলে অবিলম্বে দেশের সৎ ও অভিজ্ঞ রাজনীতিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। মিথ্যা আশ্বাসে বেশিদূর যাওয়া যাবে না।’গতকাল রাজধানীর কারওয়ান বাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘সরকার জাতীয় ঐক্য চাইলে রাজনৈতিক বিবেচনায় যে সব বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে। পাশাপাশি বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব গায়েবি মামলা দেওয়া হয়েছে তা প্রত্যাহার করতে হবে।’ অলি আহমদ বলেন, ‘বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয়
জোটে আছে এলডিপি। বিএনপি আবার জাতীয় ঐক্যফ্রন্টেও আছে। এই দুই জোট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি করেছেÑ সরকারকে সেই দাবি মানতে হবে।’ বর্তমান সরকারের অধীনে তার দল স্থানীয় সরকার নির্বাচনে যাবে না বলেও জানান তিনি। জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের দুই সংসদ সদস্যের শপথ প্রসঙ্গে গণমাধ্যমে প্রকাশিত খবর বিষয়ে এলডিপিপ্রধান বলেন, ‘তারা শপথ নিলে জাতীয় বেইমান বলে বিবেচিত হবেন। সরকারবিরোধী রাজনৈতিক দলের কোনো কোনো নেতা সরকারের টাকায় নির্বাচন করেছেন। এখন তারা বড় বড় কথা বলছেন।’
বিএনপির জামায়াত ছাড়া নিয়ে এলডিপির মনোভাব জানতে চাইলে তিনি বলেন, ‘জামায়াত যারা করেন তারা যদি এ দেশের নাগরিক হন তা হলে তাদের রাজনীতি করতে দিতে হবে। কারণ সরকার তাদের নিষিদ্ধ করেনি। বিদেশিদের কথায় নিজের বউকে ডিভোর্স দেওয়া যায় না।’সংবাদ সম্মেলনে এলডিপির মহাসচিব ড. রেদওয়ান আহমদসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।