বলিউডের কিংবদন্তি পরিচালক মণিরত্নমের ‘রাবণ’ ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ খান। পরে ওই চরিত্রে ঐশ্বরিয়া রাই বচ্চনের বিপরীতে অভিনয় করেন তার স্বামী অভিষেক বচ্চন।
মণিরত্নমের সঙ্গে শাহরুখের সম্পর্ক অনেক পুরোনো। ১৯৯৮ সালে মনীষা কৈরালা আর তাকে নিয়ে ‘দিল সে’ ছবি বানান। ছবিটি বলিউডের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ছবি। চলন্ত ট্রেনে ‘চল ছাঁইয়া ছাঁইয়া’ গানটি আজও বিখ্যাত হয়ে আছে ।
এমন একজন পরিচালকের প্রস্তাব কেন ফিরিয়েছিলেন শাহরুখ?
‘বলিউড হাঙ্গামা’ বলছে দুটি কারণে শাহরুখ ছবিটিতে অভিনয় করেননি। ২০১০ সালের ওই সময়টিতে তিনি নানা কারণে ব্যস্ত ছিলেন। আরেকটি কারণ হচ্ছে ছবির ভাষা। তামিল ভাষায়ও ছবিটি তখন করা হয়। তামিল ভাষায় নিজের সীমাবদ্ধতার কারণে শাহরুখ তখন রাজি হননি।
কিন্তু মজার ব্যাপার হল অভিষেকও পরে আর তামিল ভাষার ছবিতে অভিনয় করেননি। তিনি শুধু হিন্দিতেই করেন।
মণিরত্নম জনপ্রিয়তা পান ৯০’র দশকে। অরবিন্দ স্বামী এবং মধুকে নিয়ে বানান ‘রোজা’।
তিন বছর বাদে অরবিন্দ স্বামী এবং মনীষা কৈরালাকে নিয়ে বানান ‘বোম্বে’। ভারতের ধর্মীয় অস্থিতিশীলতা ও উগ্রবাদী ধর্মীয় দলের উত্থানের সত্য ঘটনা অবলম্বনে এ ছবিটি তৈরি করা হয়। এরপর ‘দিল সে’, ‘যুবা’ এবং ‘গুরু’র মতো ছবি উপহার দেন তিনি।