রোববার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

বিয়ের পর কপিলের ‘অন্তহীন’ উদযাপন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:২৪ পিএম

বিয়ে হয়েছে সেই ১২ ডিসেম্বর। এরপর দুইবার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেন। তারপরও থামছে না ভারতের ছোটপর্দার জনপ্রিয় উপস্থাপক ও কৌতুকশিল্পী কপিল শর্মার আয়োজন। শনিবার তিন নম্বর অনুষ্ঠানে মাতেন ‘অন্তহীন উদযাপনে’।

সামাজিক যোগাযোগমাধ্যমে পার্টির ছবি শেয়ার করে কপিল লিখেছেন, ‘এই উদযাপন অন্তহীন…আপনার আশীর্বাদ কাম্য। ’

গত বছর শেষ হওয়ার প্রাক্কালে দীর্ঘদিনের বান্ধবী গিন্নি ছত্রাতকে বিয়ে করেন কপিল। পাঞ্জাবের জলন্ধরে গিন্নির বাবার বাড়িতে হয় ওই অনুষ্ঠান। ১৪ ডিসেম্বর অমৃতসরে হয় রিসেপশন। আর মুম্বাইয়ের রিসেপশন পার্টি হয় ২৪ ডিসেম্বর।

তৃতীয় পার্টিতে জনপ্রিয় গায়ক মিকা সিংকে দেখা গেছে। এসেছিলেন ক্রিকেটার সুরেশ রায়না এবং তার স্ত্রী প্রিয়াঙ্কা। এছাড়া ইন্ডিয়ায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতও হাজির হন।

গত বছরের ১৭ মার্চ টুইটারের মাধ্যমে সবার সঙ্গে গিন্নি ছত্রাতকে প্রথম পরিচয় করিয়ে দেন কপিল। কয়েক দিন পর বিয়ের ঘোষণা দেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত