বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মান্নার প্রয়াণের মাসেই মারা গেলেন তার মা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০০ পিএম

না ফেরার দেশে চলে গেলেন প্রয়াত নায়ক মান্নার মা হাসিনা ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। রোববার দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবরটি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন চিত্রনায়ক জায়েদ খান।

এদিকে মান্নার স্ত্রী শেলি মান্না জানান, টাঙ্গাইলের নিজ বাসভবনে তিনি মারা যান। মান্নার বাবা মারা গেছেন ২০ বছর আগে। গতকাল মান্নার মা অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। রোববার দুপুরের দিকে তিনি মারা যান।

উল্লেখ্য ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন নায়ক মান্না। একই মাসে না ফেরার দেশে পাড়ি জমালেন তার মা-ও।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত