বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

নারায়ণগঞ্জে যৌতুকের জন্য নববধূকে হত্যা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৩ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুক না দেওয়ায় নববধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

রোববার সন্ধ্যায় উপজেলার হাইজাদী ইউনিয়নের মাধবদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম রুমা আক্তার। নিহত রুমা হাইজদী গ্রামের মোহর আলীর মেয়ে। ঘটনায় পর স্বামী কাউছার পলাতক রয়েছে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে আড়াইহাজার থানার উপপরিদর্শক হ‌ুমায়ূন জানান, গত দুই মাস আগে মতিনের ছেলে কাউছারের সঙ্গে পারিবারিক ভাবে বিয়ে হয় রুমার। বিয়ের পর থেকে কাউছার ব্যবসার কথা বলে রুমার পরিবারের কাছে যৌতুক দাবি করে আসছিল। এ নিয়ে প্রায় সময় দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হতো। রোববার বিকেলে তাকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায় সে। সন্ধ্যায় আশপাশের লোকজন তাকে ডাকলে তার সাড়া না পেয়ে ঘরে জানালা দিয়ে তাকিয়ে ঘরের বিছানায় লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় স্বামীকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত