বিগত কয়েক বছর ধরে ভালোবাসা দিবসে দর্শকের অন্যতম আকর্ষণ থাকে ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ শিরোনামের আওতায় নির্মিত নাটকগুলো। সাধারণ দর্শকের ফ্রেশ গল্প, সময়ের সেরা শিল্পীদের অভিনয় আর মেধাবী নির্মাতাদের রুচিশীল নির্মাণ সবমিলিয়ে নাটকগুলো সব বয়সী দর্শকদের পছন্দের তালিকায় থাকে। আর কদিন পরেই আসছে ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। এবারও ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ শীর্ষক একাধিক নাটক প্রচার হবে। এরই মধ্যে এর নির্মাণকাজও শুরু হয়েছে। মজার বিষয় হলো এই নাটকগুলোতে অন্য নায়িকারা বদলে গেলেও জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর টানা চতুর্থবারের মতো এই নাটকে সুযোগ পেয়েছেন। এ নিয়ে বেশ উচ্ছ্বসিতও বটে। সাবিলা বলেন, ‘এটা আমার জন্য অন্যরকম প্রাপ্তি। দর্শকের ভালোবাসা আছে বলেই হয়তো নির্মাতা আমার ওপর ভরসা করতে পারেন। চার বার ক্লোজআপ কাছে আসার গল্পের নাটক করতে পেরে মনে হচ্ছে আমি সঠিক পথেই আছি। মাঝে অভিনয় বিরতি থাকলেও দর্শক আমাকে আগের মতোই ভালোবাসে, এটা তারই প্রমাণ।’
এবার নাটকগুলো নির্মিত হচ্ছে ‘ক্লোজআপ কাছে আসার অসমাপ্ত গল্প’ শিরোনামে। ফলে সাবিলা অভিনীত এবারের নাটকটির গল্পও থাকবে অসমাপ্ত। দর্শক নিজের মতো করে তার সমাপ্তি খুঁজে নেবেন। সাবিলা বলেন, ‘এই আইডিয়াটা মজার। কারণ আমরা সাধারণত নাটকের পরিসমাপ্তি কী হবে তা নির্ধারণ করে দিই শেষ দৃশ্যে। কিন্তু এখানে দর্শকের ভাবনার একটি জায়গা থাকবে। এতে তারা নাটকের সঙ্গে আরও বেশি গাঢ়ভাবে যুক্ত হতে পারবেন।’
সাবিলা অভিনীত এবারের নাটকের নাম ‘হয়তো তোমারই জন্য’। এটি নির্মাণ করছেন নবীন নির্মাতা শাকিব ফাহাদ। এতে সাবিলার বিপরীতে আছেন জনপ্রিয় গায়ক ও কম্পোজার প্রীতম হাসান। এর আগে এই জুটি নুহাশ হুমায়ূনের ‘৭০০ টাকা’ নামের একটি শর্টফিল্মে অভিনয় করে আলোচিত হয়েছেন। এ নাটকের চরিত্র নিয়ে সাবিলা বলেন, ‘আমি সব সময় বলতাম, আমার কিছু স্বপ্নের চরিত্র আছে। এই নাটকের চরিত্রটি তেমনি একটি স্বপ্নের চরিত্র। এর বেশি কিছু বলতে পারব না এখন। মোট চারদিন শ্যুটিং হবে। গতকাল বনানীতে শ্যুটিং শুরু হয়েছে। এরপর উত্তরা ও আশপাশে শ্যুটিং হবে।’
প্রীতমের সঙ্গে কাজ প্রসঙ্গে সাবিলা বলেন, ‘প্রীতমের সঙ্গে আমার পরিচয় প্রায় বছর ধরে। আমরা এমনিতেই ভালো বন্ধু। ৭০০ টাকা দিয়ে দুজনের প্রথম অভিনয়। এরপর এহসান কবীরের একটি ওয়েব সিরিজে কাজ করি। যদিও সেটি এখনো শেষ হয়নি, কিছুদিন পর আবার শ্যুটিং শুরু হবে। এবার করছি ক্লোজআপ কাছে আসার গল্প। সব মিলিয়ে বেশ মজা লাগছে। কারণ আমাদের ব্যক্তিগত বন্ধুত্ব অভিনয়টাকে সহজ করে দেয়। যেহেতু প্রীতমের এটি তিন নম্বর অভিনয়, ফলে ও বেশ রিহার্সেল করে নিচ্ছে। এতে আমাদের কাজটি আরও ভালো হবে আশা করি।’
এদিকে, এই নাটকটি ছাড়াও এবার ভালোবাসা দিবসের জন্য আরও চারটি নাটক করেছেন সাবিলা। এরমধ্যে রয়েছে মনসুর আলম নির্ঝরের ‘একটা জরুরি কথা ছিল’ ও আবু হায়াত মাহমুদের ‘বাকের ভাই’। দুটি নাটকেই তার বিপরীতে রয়েছেন ইরফান সাজ্জাদ। এরমধ্যে প্রথমটিতে একজন শিক্ষক ও তার ছাত্রীর মধ্যকার সম্পর্ক দেখা যাবে। অন্যটি পুরান ঢাকার একজন গু-ার গল্প। সে প্রেমে পড়ে বদলে যেতে শুরু করে।
সাবিলা বর্তমানে শুধুই খ- নাটকে অভিনয় ও পড়াশুনা নিয়ে ব্যস্ত আছেন। এর বাইরে অচিরেই ইটিভির একটি নতুন আঙ্গিকের অনুষ্ঠান উপস্থাপনা শুরু করবেন।