১৫টি প্যাভিলিয়ন নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বিশাল আয়োজনে সাজিয়েছে দেশের খাদ্যপণ্য ও গৃহস্থালি পণ্যের উৎপাদক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রাণ। এর মধ্যে ক্রেতাদের মন জয় করে নিয়েছে প্রাণের প্লাস্টিক পণ্য। প্রাণ মিল্কের স্টলে ৩১ ধরনের দুগ্ধজাত পণ্য বিক্রি হচ্ছে বিশেষ ছাড়ে। মেলার ৩ নম্বর জেনারেল প্রিমিয়ার প্যাভিলিয়নে ১৫ টাকার স্যুপ এবং ২০ টাকার কফিও মেলার দর্শনার্থীদের জমিয়ে তুলেছে।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় প্রায় সাড়ে পাঁচ হাজার পণ্যের পসরা সাজিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের ‘বেস্ট বাই’ প্রিমিয়াম প্যাভিলিয়ন। ছয় টাকার গুডলাক থেকে শুরু করে ৫৫ হাজার টাকার ফ্রিজসহ গৃহস্থালির প্রায় সব ধরনের পণ্য মিলছে এতে। মেলায় ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি দিয়েছে নগদ মূল্যছাড়ের বিশেষ অফার। মেলার ৩৯ নম্বর প্রিমিয়াম প্যাভিলিয়ন বেস্ট বাই-তে দেখা যায়, অন্যান্য প্যাভিলিয়নের তুলনায় সেখানে ক্রেতা-দর্শনার্থী বেশি। মগবাজার থেকে মেলায় যাওয়া নাহিদা সুলতানা নামের এক ক্রেতা বলেন, ‘মেলায় ছাড়ে পাচ্ছি। তাই প্রয়োজনীয় পণ্য কিনে নিতে এসেছি।’ মেলায় ইটালিয়ানো পণ্যের সমাহার রয়েছে প্রাণের ৪৯ নম্বর স্টলে। সেখানেও মেলামাইন, উইনার, ফ্লাস্ক, বেবি ফিটিং, নানা ডিজাইনের পানির বোতলসহ হাজারো পণ্য বিক্রি করছে প্রাণ। প্যাভিলিয়ন ইনচার্জ ইফতেকা নুর আলম দেশ রূপান্তরকে বলেন, এ বছর ক্রেতাদের সাড়া অনেক বেশি। মেলাতেই কেবল ‘ওয়ান্ডার ফান বাকেট’ প্যাকেজ এনেছে প্রাণ। ছয়টি কেকের সমন্বয়ে ৪৪০ টাকার এ পণ্যটি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। সুলভ মূল্যের কারণে বাণিজ্যমেলায় এটির চাহিদা বেড়েছে। ‘ওয়ান্ডার ফান বাকেট’ প্যাকেজে রয়েছে ওয়ান্ডার পাউন্ড কেক ঘি ফ্লেবার, ওয়ান্ডার পাউন্ড কেক (কিশমিশ), ওয়ান্ডার মাফিন কেক, ওয়ান্ডার স্মাইল কেক ভ্যানিলা, ওয়ান্ডার খির কেক ও ট্রিম কনটেইনার। এবারের মেলায় দর্শনার্থীদের মাত্র ১২ টাকায় এক কাপ গরম দুধ খাওয়াচ্ছে প্রাণ। সেখানকার এক কর্মী জানান, প্রতিদিন যথেষ্ট সংখ্যক ক্রেতা এখান থেকে ১২ টাকা দিয়ে গরম দুধ সংগ্রহ করছেন। তবে বিকেল ও সন্ধ্যায় বেশি বিক্রি হচ্ছে। মেলায় ১৯৯ টাকায় দেওয়া হচ্ছে ‘ফান প্যাক’। এ প্যাকেজে রয়েছে ২০০ মিলির চারটি মিল্কম্যান চকলেট ফ্লেভার, ১২৫ মিলির চারটি জুনিয়র ম্যাংগো ফ্রুট ড্রিংক এবং ২০০ মিলির চারটি প্রাণ ইউএইচটি দুধ। এসব পণ্য আলাদা করে কিনলে মোট গুনতে হবে ২১৬ টাকা। এ ছাড়া প্রাণ দুধ, ঘি, দই, মাঠা, জুস পণ্যে রয়েছে আরও নানা অফার।