বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

বিদ্যা কেন মোটা?

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫২ পিএম

কিছুটা মোটা বলে ভারতীয় নায়িকা বিদ্যা বালানকে নাকি অনেক কথাই শুনতে হয়। সেই ছোটবেলা থেকে মোটা হওয়ার খোঁটা নাকি তিনি শুনে যাচ্ছেন। তবে নিজের অভিনয় প্রতিভা দিয়ে এসব প্রশ্নকে বরাবরই উড়িয়ে দিয়ে এসেছেন।

সম্প্রতি সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা জানালেন তার মোটা হওয়ার কারণ।

তিনি বলেন, সারা জীবন হরমোনের সমস্যায় ভুগছি। যখন অল্প বয়স ছিল, তখনো লোকে বলত এত সুন্দর তুমি, ওজনটা কমিয়ে ফেল। এটা শুনতে কিন্তু সব সময় ভালো লাগে না।

তিনি বলেন, আমি ব্যায়াম করতাম। তাতে হরমোনের সমস্যা কিছু কমেছিল। কিন্তু পরে আবার বেড়ে যায়।’

বিদ্যা বালান আরো জানিয়েছেন, এক সময় শুটিংয়ের পর আর মনিটরে দেখতাম না। কারণ মনিটর দেখলেই যদি মনে হয় মোটা লাগছে?

তিনি বলেন, ‘আসলে লোকে ভাবে, ভুল খাবার, শরীরচর্চা না করার জন্য মোটা হয়ে যাচ্ছি। আসলে তো তা নয়। হরমোনের সমস্যার জন্য কখনো রোগা হতেই পারলাম না। কিন্তু লোকে বিচার করে অন্যভাবে। শরীরচর্চা করতে বললেই আমার রাগ হয়ে যায়। কীভাবে লোকে জানে আমি শরীরচর্চা করছি না? কত চ্যালেঞ্জ পেরোতে হচ্ছে, তার খবর কেউ রাখে?।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত