ঘরের মাঠে রবিবার রাতে অলিম্পিক লিঁও ২-১ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)। ফ্রেঞ্চ লিগ ওয়ানে বর্তমান চ্যাম্পিয়নদের এটি প্রথম হার। দলের বড় তারকা ব্রাজিলিয়ান নেইমার দলে নেই। পায়ের পাতার ইনজুরির কারণে মাঠের বাইরে থাকবেন অন্তত ১০ সপ্তাহ। নেইমারকে ছাড়া বড় ম্যাচ জেতা কঠিন টমাস টুখেলের দলের জন্য তা আবারও প্রমাণিত হলো এই হারে।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৭ মিনিটে আর্জেন্টাইন ডি মারিয়ার গোলে এগিয়ে যায় পিএসজি। ৩৩ মিনিটে লিঁও সমতায় ফেরে। দুবোইসের ক্রস থেকে হেডে গোলটি শোধ দেন মুসা দেম্বেলে। ১-১ গোলে বিরতিতে যায় স্বাগতিকরা। ৪৯ মিনিটে থিয়াগো সিলভা ডি-বক্সে ফাউল করেন দেম্বেলেকে। পেনাল্টি থেকে গোল করে লিঁওকে এগিয়ে দেন নাবিল ফাকির। ম্যাচের বাকি সময়ে গোল শোধের চেষ্টা করেও ব্যর্থ হন পিএসজির কিলিয়ান এমবাপে, এডিনসন কাভানিরা। হারের পরও ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে পিএসজি।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটি ৩-১ গোলে হারিয়েছে আর্সেনালকে। ম্যাচে হ্যাটট্রিক করেছেন দলের আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। আর্সেনালের হয়ে একটি গোল শোধ দেন লরেন্ত কোসেইলনি। ম্যাচে আগুয়েরোর তৃতীয় গোলটি নিয়ে আলোচনা হচ্ছে বেশ। রাহিম স্টার্লিংয়ের ক্রসে পা লাগানোর সময় পড়ে যান তিনি। ফলে বল প্রথমে আগুয়েরোর কোমরে লেগে বাম হাত ছুঁয়ে গোললাইন অতিক্রম করে। তবে ব্যাপারটি ইচ্ছাকৃত ছিল না।
একই রাতে ইতালিয়ান সিরি-আ’তে ঘরের মাঠে এএস রোমা ১-১ গোলে ড্র করেছে এসি মিলানের সঙ্গে। আর বোলোনা ১-০ গোলে হারায় ইন্তার মিলানকে।