বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

মুক্তিযোদ্ধার জয়

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৩৭ এএম

আইভরি কোস্ট ফরোয়ার্ড বালো ফামোসার গোলে ফেরার দিনে ফের জয়ের ধারায় মুক্তিযোদ্ধা। গতকাল সোমবার নোয়াখালী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের চতুর্থ ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক নোফেলকে। গোপালগঞ্জে নিজেদের মাঠে ফামোসার হ্যাটট্রিকের সুবাদে শেখ জামালকে ৩-০ গোলে হারিয়েছিল মুক্তিযোদ্ধা। পরের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে আত্মঘাতী গোল করেছিলেন তিনি। গতকাল তার পায়েই লিগে দ্বিতীয় জয় পেল মুক্তিযোদ্ধা।

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় আবদুল কাইয়ুম সেন্টুর শিষ্যরা। বামপ্রান্ত থেকে জাপানিজ মিডফিল্ডার ইউসুকো কাতোর ফ্রিকিকে বালো ফামোসার ডাইভিং হেড জালে জড়ায়। ম্যাচে ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়।

এবারও গোলের উৎসে ছিলেন কাতো। বামপ্রান্ত দিয়ে বক্সে ঢুকে তার কাটব্যাকে মিডফিল্ডার মোহাম্মদ সোহেলের শট কিপার ঠেকিয়ে দিলে ফিরতি বল জালে জড়িয়ে দেন ফামোসা। ৯০ মিনিটে ব্যবধান ঘোচানোর সুযোগ পেয়েছিল নোফেল। মাসুদ রানা মৃধার ফ্রিকিকে নাইজেরিয়ান এলিটা বেনজামিনের হেড সাইড পোস্টে লেগে ফিরলে লিগে হারের হ্যাটট্রিক পূরণ হয় নবাগত দলটির।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত