সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের ধরমপুরে সিএনজি অটোরিকশাকে একটি যাত্রীবাহী বাস চাপা দিলে অটোরিকশার যাত্রী ফরিদা বেগম (৪৪) ও তার ৯ মাস বয়সী নাতনি আফরোজা তিশার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ফরিদা বেগম ফেঞ্চুগঞ্জ উপজেলার পশ্চিম মল্লিকপুর গ্রামের আছান মিয়ার স্ত্রী। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আছান মিয়া তার স্ত্রী ফরিদা বেগম, পুত্রবধূ ও নাতনিকে নিয়ে সিলেট নগরে ডাক্তার দেখাতে আসেন। ডাক্তার দেখিয়ে সিএনজি অটোরিকশায় (নম্বর-সিলেট থ ১১-৫০৮১) তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে ধরমপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস (নম্বর সিলেট জ- ০৫০০০৮) তাদের অটোরিকশাটিকে চাপা দিলে অটোরিকশা দুমড়েমুচড়ে যায়।
এতে ফরিদা বেগম ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেওয়ার পথে শিশু আফরোজা তিশা মারা যায়। তিশার মা গুরুতর আহত হয়েছেন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর চালক বাস রেখে পালিয়ে যায়।