সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

হোল্ডার-কামিন্সের সাফল্য

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৫৭ এএম

টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। এটি তার টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত সেরা অবস্থান। র‌্যাংকিংয়ে এগিয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সও। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনকে সরিয়ে দুইয়ে উঠে এসেছেন তিনি। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ১৪ উইকেট নেন কামিন্স। অন্যদিকে ২০০১ সালে কোর্টনি ওয়ালসের পর দ্বিতীয় উইন্ডিজ বোলার হিসেবে সবচেয়ে বেশি ৭৭৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছেন হোল্ডার। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে অ্যান্টিগায় ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত