সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

রিহ্যাব মেলা শুরু আজ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:১৩ এএম

আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব মেলা আজ বুধবার শুরু হচ্ছে। বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী এই মেলা প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। এবারের মেলায় ২০টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৪টি অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আবাসন মেলা নিয়ে পুরো পাতা আর থাকছে ২০২টি স্টল। প্রথম দিন

ক্রেতা-দর্শনার্থীরা দুপুর ২টা থেকে মেলায় প্রবেশ করতে পারলেও অন্য দিনগুলোতে প্রবেশাধিকার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। মেলায় সিঙ্গেল আর মাল্টিপল এন্ট্রি এই দুই ধরনের টিকেট থাকছে। সিঙ্গেল টিকিটের মূল্য ৫০ আর মাল্টিপল এন্ট্রি টিকিটের মূল্য ১০০ টাকা। এবার এন্ট্রি টিকিটের র‌্যাফেল ড্রতে থাকছে আকর্ষণীয় দশটি পুরস্কার। মেলার শেষ দিন ১০ ফেব্রুয়ারি রাত ৯টায় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। র‌্যাফেল ড্রর প্রথম পুরস্কার একটি প্রাইভেটকার ও দ্বিতীয় পুরস্কার একটি মোটরসাইকেল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত