বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

নটর ডেম ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৩৭ এএম

রাজধানীর ওয়ারী থানাধীন টিকাটুলি এলাকা থেকে লতিফুল হাবিব শুভ (১৮) নামে নটর ডেম কলেজের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার পুলিশ লাশটি উদ্ধার করে।

শুভ কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাবার নাম আশরাফুল। গ্রামের বাড়ি গোপালগঞ্জের মোকসেদপুরে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মৃত্যুর কারণ জানতে লাশের ময়নাতদন্ত করা হবে।

নিহতের খালাতো ভাই রিদওয়ান জাহান বাবু জানান, টিকাটুলির অভয় দাস লেনের সাত তলা বাসার সর্বোচ্চ তলায় বোন আশাসহ ভাড়া থাকতেন শুভ। দুপুরে ভাই-বোন বাসায় ছিলেন। হঠাৎ শুভ নিজের কক্ষে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর বোন আশা তাকে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। পরে বাবুসহ কয়েকজন দরজা ভেঙে দেখেন, শুভ ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলছেন।

বন্ধু রাতুল জানান, কী কারণে শুভ গলায় ‘ফাঁস দিয়েছে’, তা জানা যায়নি।

নাখালপাড়ায় শ্রমিকের মৃত্যু : তেজগাঁও শিল্পাঞ্চলের নাখালপাড়া লিচুবাগান এলাকায় গতকাল তিন তলা একটি ভবনে প্লাস্টার করার সময় নিচে পড়ে গিয়ে জাহাঙ্গীর নামের এক শ্রমিকের মৃত্যু হয়। তার বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানার বিসকা গ্রামে। মহাখালীর আরজতপাড়ায় মজিবরের বাড়িতে থাকতেন জাহাঙ্গীর। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত