একুশে বইমেলায় ফারুক আব্দুল্লাহর প্রথম গল্পগ্রন্থ ‘অউয়াতি’ প্রকাশ হয়েছে হাওলাদার প্রকাশনী থেকে। বইটিতে দম, পরম্পরা, একটি খেয়ালি আত্মহত্যা পরিকল্পনা, বস্ত্রহরণ মণি বেগম, অউয়াতি ও রোমানা নামের ছয়টি গল্প রয়েছে।
দেশ রূপান্তরের সঙ্গে আলাপচারিতায় লেখক জানান, গল্পের উপজীব্য হচ্ছে আশি ও নব্বই দশকের মধ্যবিত্ত বিকাশ।
তার মতে, এই সময়টায় মধ্যবিত্ত শুধু সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে নয় বরং বাংলা সাহিত্যের জায়গা থেকেও একটা আলাদা গুরুত্ব রাখে।
ফারুক আব্দুল্লাহ বলেন, “এই সময়টায় সাহিত্যের কাছে মধ্যবিত্ত রীতিমতো দাবি করেছে- আমাদের গল্প বলো। এই যে নিজেদের গল্প শুনতে চাওয়া এবং তা লেখকেদের দিয়ে লিখিয়ে নেওয়া এটা একটা লক্ষ্য করার মতো বিষয়। আমি তাদেরই গল্প বলেছি, তাদের মতো করেই কিন্তু আরোপিত মহত্ত্বটুকু ছাড়াই।”
গল্পগুলোর বেশির ভাগই এক দশক আগে লেখা বলে লেখক জানান।