গ্রিসের উত্তরাঞ্চলীয় কেরকিনি লেক থেকে পেলিকানদের এই ছবি তুলেছেন ব্রিটিশ আলোকচিত্রী গাই এডওয়ার্ডস। শীতের শুরুতে ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে এই লেকে পেলিকানরা আসে। কিন্তু এবার পানিতে ভেসে বেড়ানোর বদলে বরফের শীতলতার সঙ্গে লড়াই করতে হচ্ছে তাদের। কারণ বছরের এ সময় লেকটির পানি জমাট বাঁধার কথা না থাকলেও, জলবায়ুর কারণে এবার সময়ের আগেই জমাট বেঁধেছে লেকের পানি। এডওয়ার্ডসের ছবিতে পেলিকানদের দেহসৌষ্ঠবের পাশাপাশি তীব্র ঠাণ্ডার মধ্যে টিকে থাকার চেষ্টা স্পষ্ট। বিশ্বের অন্য অঞ্চলের পেলিকানদের মধ্যে ডালমাটিয়ান পেলিকানের আয়তন সবচেয়ে বড়। বিশ্বের সবচেয়ে ভারী পাখিদের মধ্যেও একে ধরা হয়। সূত্র: ডেইলি মেইল