বাসন্তী রঙের শাড়ি পরব
সাবিলা নূর ,অভিনেতা
পহেলা ফাল্গুনে শ্যুটিং থাকবে না। পরিবারের সঙ্গেই ঘরে সময় কাটাব দিনের বেলা। বিকেলের দিকে একটি টক-শোতে অংশ নেব। ইচ্ছে আছে বাসন্তী রঙের শাড়ি পরব। তারপর বন্ধুরা মিলে কোথাও ঘুরতে যাব। ইচ্ছে আছে বন্ধুরা মিলে কোথাও ফুচকা চটপটি খাব। শাড়ি এরই মধ্যে আড়ং থেকে শাড়ি কিনেছি। লাল টিপ আর হাত ভর্তি রেশমি চুড়ি পরব। চুল খোঁপা করে গাঁদা ফুলের মালা পরার ইচ্ছে আছে।
পরিবারের সবাইকে ফাল্গুনের উপহার দেব
ফারহান আহমেদ জোভান, অভিনেতা
বিশেষ দিনগুলোতে আমি তেমন কোনো কাজ রাখি না। পরিবার আর বন্ধুদের নিয়ে উপভোগ করব। ফাল্গুনে আমি হলুদ সবুজের মিশেলে পাঞ্জাবি পরব ঠিক করেছি। সঙ্গে জিন্স আর খোলা চটি পরব। কোথাও যাই বা না যাই বন্ধুদের সঙ্গে আড্ডা দেব। বাইরে খুব একটা বের হতে পারি না। তাই ইচ্ছে আছে কোনো এক বন্ধুর বাড়িতেই আড্ডা দেব। এখন পর্যন্ত কোনো টিভিতে প্রোগাম নেই। থাকলে যাব। বাসার সবার জন্য ফাল্গুনের পোশাক কিনব।