বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

কর্মশালায় তথ্যমন্ত্রী

ঐক্যফ্রন্টে প্রচণ্ড মতবিরোধ চলছে

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০১:২২ এএম

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে প্রচণ্ড মতবিরোধ চলছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে ৬৪ জেলার তথ্য কর্মকর্তাদের এক কর্মশালা উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে গত বুধবার ঐক্যফ্রন্টের কালো ব্যাজ ধারণ কর্মসূচিতে বিএনপি ও ঐক্যফ্রন্টের অনেক নেতা উপস্থিত ছিলেন না জানিয়ে তিনি বলেন, ‘এতেই প্রতীয়মান হয় যে ঐক্যফ্রন্টের মধ্যে প্রচণ্ড মতদ্বৈধ চলছে এবং তারা যে বক্তব্যগুলো রেখেছেন সেগুলো হাস্যকর।’ বিএনপির বর্তমান নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, ‘বিএনপির বর্তমান নেতৃত্ব কি আসলে দলটিকে গণমানুষের কাছাকাছি নিয়ে যেতে চায়, নাকি জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করতে চায়  আমার প্রশ্ন জাগে। বিএনপির ভেতরেই কোথাও ষড়যন্ত্র হচ্ছে বলে আমার মনে হয়।’ গণযোগাযোগ অধিদপ্তর আয়োজিত এ তথ্য সচিব আবদুল মালেক, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জাকির হোসেনসহ অধিদপ্তরের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত