অনেক দিন সিনেমায় দেখা না গেলেও প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে খবরের শিরোনামের কমতি নেই। সম্প্রতি নিউ ইয়র্কের মাদাম তুসোঁর জাদুঘরে উন্মোচিত হলো বলিউড-হলিউডের এ অভিনেত্রীর মোমের মূর্তি।
সেই মূর্তির আদলে দাঁড়িয়ে পোজও দিলেন ক্যামেরার সামনে। আর সে ছবি দেখে বোঝার উপায় নেই- কোনটি আসল প্রিয়াঙ্কা?
২০১৮ সালের শেষ দিকে আমেরিকান পপ গায়ক নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। যোধপুরের উমেদ ভবন প্রাসাদের মূল অনুষ্ঠানের একের পর এক রিসেপশন পার্টি ও হানিমুন ট্যুরে উড়ে বেড়ান নায়িকা।
এবার তার মুকুটে যোগ হলো নয়া পালক। নিউ ইয়র্কে মাদাম তুসোঁর জাদুঘরে মোমের মূর্তি হয়ে হাজির হলেন।
মূর্তি উন্মোচন অনুষ্ঠানে কালো অফ-শোল্ডার টপ ও ফ্লেয়ার প্যান্টে দুর্দান্ত সাজে হাজির হন প্রিয়াঙ্কা। আর মূর্তিকে পরানো হয়েছে লাল গাউন। ২০১৬ সালের এমি অ্যাওয়ার্ডসের লাল গালিচায় এই পোশাকে দেখা গিয়েছিল সাবেক বিশ্বসুন্দরীকে।
প্রিয়াঙ্কার আরও তিনটি মূর্তি স্থান পেতে চলেছে ব্রিটেন, অস্ট্রেলিয়া ও এশিয়ার জাদুঘরে। খুব শিগগিরই সেগুলোর উন্মোচন হবে।
চলতি মাসেই নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে প্রিয়াঙ্কার হলিউড সিনেমা ‘ইজেন্ট ইট রোমান্টিক’। আর অনেক দিন বিরতির পর সম্প্রতি বলিউডের শুরু করেছেন ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর শুটিং। হলিউডের পরের সিনেমায় দেখা যাবে ধর্মগুরু রজনীশের শিষ্যার ভূমিকায়।