বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

মোটরসাইকেল-নসিমন সংঘর্ষ, ২ নারী নিহত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৪৪ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার দুপুরে কোটালীপাড়া-রাজৈর সড়কের কোটালীপাড়া উপজেলার ছিকটিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ভুতুরিয়া গ্রামের মাসুদুর রহমানের স্ত্রী মুর্শীদা বেগম (৫৫) এবং তার পুত্রবধূ ও নাঈম মোল্লার স্ত্রী মানসুরা বেগম (২০)।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, মোটরসাইকেলে করে নাঈম মোল্লা তার মা ও স্ত্রীকে নিয়ে মোল্লাহাট যাচ্ছিলেন। এ সময় তারা ছিকটিবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা রাধাগঞ্জগামী একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শাশুড়ি মুর্শীদা বেগম ও পূত্রবধূ মানসুরা বেগম নিহত হন। এ ছাড়া, মোটরসাইকেল চালক নাঈম মারাত্মক আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

ওসি মোহাম্মদ কামরুল ফারুক আরও জানান, মারাত্মক আহত নাঈমকে উন্নত চিকিৎসার জন্য এবং নিহতদের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত