মালদ্বীপের রাজধানী মালেতে ৮০ বাংলাদেশি শ্রমিককে আটক করা হয়েছে। বৈধ কাগজপত্র না থাকায় গত বুধবার তাদের আটক করা হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম রাজি।
দেশটিতে চলতি বছর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চালানো এটাই প্রথম অভিযান। দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সংস্থাটির গণসংযোগ কর্মকর্তা হাসান খলিল রাজিকে বলেন, ‘বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে মালেতে অভিযান চালানো হয়। বৈধ কাগজপত্র না থাকায় বাংলাদেশিদের আটক করা হয়েছে।’
জিজ্ঞাসাবাদের জন্য ওই শ্রমিকদের হালহামেলে বন্দিশিবিরে নেওয়া হয়েছে। বৈধ কাগজপত্র না থাকলে বা মেয়াদ ফুরিয়ে গেলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন ওই অভিবাসন কর্মকর্তারা।
গত জানুয়ারিতে দেশটির ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল মোহাম্মদ আহমেদ হুসেইন জানান, মালদ্বীপে মোট ১ লাখ ৪৪ হাজার ৬০৭ জন প্রবাসী শ্রমিক রয়েছেন। এর মধ্যে ৬৩ হাজার শ্রমিকের বৈধ কাগজপত্র নেই।