পটুয়াখালীর গলাচিপায় আসমা বেগম নামে এক দাখিল পরীক্ষার্থী ও তার স্বামী রাকিব হাওলাদারকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের নিমের হাওলা গ্রামের মোল্লাবাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা ও স্থানীয়রা জানায়, উপজেলার কালিকাপুর নুরানী সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে গণিত পরীক্ষা শেষে বোরাকে চড়ে বাড়ি ফিরছিল বড় চত্রা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী আসমা বেগম ও রাকিব। নিমের হাওলা গ্রামের মোল্লাবাড়ির সামনে পৌঁছালে রাসেল, শাহজালাল, নাজমুল তাদের বোরাক থেকে নামিয়ে মারধর করে। গলাচিপা থানার ওসি মোর্শেদ আখতার জানান, এ ঘটনায় ৪ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।