শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

সেনা বহনকারী পিকআপ খালে নিহত ৩

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪৬ এএম

নোয়াখালীর সুবর্ণচরে সেনাবাহিনীর পিকআপ খালে পড়ে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের তিন সদস্য নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও নয় সেনাসদস্য।

চরজব্বার থানার ওসি মো. শাহেদ জানান, দুপুরের পর সেনাবাহিনীর ২১ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একটি দল সিলেট থেকে হাতিয়ার স্বর্ণদ্বীপ  যাওয়ার পথে সুবর্ণচরের তোতার বাজার এলাকার সোনাপুর-হাতিয়া স্টিমার ঘাট সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই সেনাসদস্য ফয়েজ ও মাসুম নিহত হন। পরে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মারা যান ফিরোজ নামের আরেক সেনাসদস্য। দুর্ঘটনার সময় পিকআপে থাকা আহত নয় সেনাসদস্যকে হেলিকপ্টারে করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত