বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

বিয়ে কিন্তু পারিবারিকভাবেই করেছি

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:২২ এএম

অনেক সিনেমাতে নায়িকার চরিত্রে অভিনয় করলেও, অনেকের সঙ্গে সম্পর্কের গুজবের কথা দর্শকরা জানলেও বিয়ে কিন্তু পারিবারিকভাবেই আমি করেছি। টানা ৩৫ বছর ধরে শহীদুল আলমের সঙ্গে সংসার চলছে। বলতে চাই, মানুষটি খুব ভালো। চলার পথে অনেক কিছু মেনে নিতে হবে এটিই আমি বিশ্বাস করি। পালনও করি। খুব ভালো একটি মেয়ের আমি মা, এটিই আমার আরেক সুখের কারণ। আমার মেয়ে এষা, সে কানাডাতে লেখাপড়া করেছে। সে বাংলাদেশে ফিরে এসেছে, আমরা আমাদের পছন্দের পাত্রের সঙ্গে বিয়েও দিয়েছি। মা-বাবার কথায় সে বিয়ে করেছে, কাউকে নিজে থেকে পছন্দ করেনি। এটি পাওয়া বিরল। ঢাকাতেই আছে। তার স্বামী আমাদের ছেলে সন্তানের অভাব পুরো দূর করে দিয়েছে। যতদিন যাচ্ছে মেয়ের জামাইকে ভালোবাসছি। এষা খুব ভালো ছবি আঁকে, পিয়ানো বাজায়। কিন্তু কেন যে সে মা, খালাদের (সুচন্দা, ববিতা) মতো সিনেমায় অভিনয় করল না। আমি কেন সিনেমার কাউকে বিয়ে করিনি এই প্রশ্নের সোজা জবাব, কাউকে ভালো লাগেনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত