মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

রিহ্যাব ফেয়ার শেষ আজ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫২ পিএম

পাঁচ দিনব্যাপী রিহ্যাব ফেয়ার আজ রবিবার শেষ হচ্ছে। ‘স্বপ্নিল আবাসন সবুজ দেশ, লাল-সবুজের বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয় দেশের আবাসন শিল্প খাতের সবচেয়ে বড় আয়োজন ‘রিহ্যাব ফেয়ার-২০১৯’। প্রতিদিনের মতো আজও সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় প্রবেশের সুযোগ পাবেন ক্রেতা ও দর্শনার্থীরা।আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত মেলায় এ বছর ২০২টি স্টল রয়েছে। এই মেলায় ২০টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৪টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আর কো-স্পন্সর হিসেবে আছে ৩০টি প্রতিষ্ঠান।এবার রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলো বিভিন্ন হারে মূল্যছাড় দিয়েছে। প্রতিবারের মতো মেলায় ক্রেতা-গ্রাহকদের ঋণসুবিধা দিতে গৃহায়ন খাতে ঋণদাতা আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক অংশ নেওয়ায় ক্রেতাদের জন্য বাড়তি সুবিধা হয়েছে।এবার ক্রেতাদের আগ্রহে রয়েছে ছোট আকারের ফ্ল্যাট। মেলায় স্বল্প ও মধ্যবিত্ত ক্রেতার সংখ্যা রয়েছে সবচেয়ে বেশি। ৬ ফেব্রুয়ারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম মেলা উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত