বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

টেকনাফে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১০ পিএম

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল শনিবার ভোররাতে নাফ নদীর ট্রানজিট ঘাট এবং জাইল্যার দ্বীপ এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ সব ইয়াবা উদ্ধার করা হয়।কোস্টগার্ডের সহকারী পরিচালক (গোয়েন্দা) লে. কমান্ডার এম হামিদুল ইসলাম খুদে বার্তায় জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা টেকনাফ উপজেলার কেকে খালের দক্ষিণ পাশে ট্রানজিট জেটিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৫০ হাজার এবং জ্যাল্যার দ্বীপ থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ২০ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। জব্দ করা ইয়াবাগুলোর আনুমানিক দাম সাড়ে ৩ কোটি টাকা। ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত