মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

শিক্ষক লারা, ছাত্র ওবামা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২১ এএম

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ত্রিনিদাদ সফরে গিয়েছিলেন ২০০৯ সালে। এপ্রিলের ১৭ থেকে ১৯ তারিখ পর্যন্ত ছিল তার সফর। সেই সময় ত্রিনিদাদের রাজপুত্র ব্রায়ান চার্লস লারা সৌজন্য সাক্ষাৎ করেছিলেন ওবামার সঙ্গে। রাষ্ট্রনায়কের সঙ্গে কিংবদন্তি ক্রিকেটারের দেখা হওয়াটা স্মরণীয় হয়ে আছে একটা বিশেষ কারণে। সেই সাক্ষাতে ক্রিকেট শিখেছিলেন ওবামা।রাজনীতি, কূটনীতির জটিল আবর্ত থেকে মুক্তি পেতে ব্যাট হাতে নেন ওবামা। আর কীভাবে বাম হাতি ব্যাটসম্যান উইকেটে স্টান্স নিয়ে দাঁড়ায় তা নিখুঁতভাবে দেখিয়ে দিয়েছিলেন গ্রহের অন্যতম সেরা বামহাতি ব্যাটসম্যান লারা। শুধু স্টান্স নেওয়া নয় কীভাবে ফরোয়ার্ড ডিফেন্সিভ স্ট্রোক খেলতে হয়, কীভাবে কাভার ড্রাইভ করে সেটাও শিখেছিলেন ওবামা। মার্কিন প্রেসিডেন্টের সেই শিক্ষাটা কেমন হয়েছিল তা অবশ্য বোঝা যায়নি। কারণ ব্যাট হাতে তিনি কোনো ধরনের ক্রিকেটে কখনো রান করেছেন বলে কেউ শোনেনি। যা হোক একবার হোয়াইট হাউসেও ওবামার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন লারা। সেবার ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি সম্পর্কে একটা বিখ্যাত উক্তি করেছিলেন প্রেসিডেন্ট। বলেছিলেন, ‘ আমি সব সময়ই চাই ক্রিকেটের মাইকেল জার্ডনের সঙ্গে সাক্ষাৎ করতে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত