শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

বান্দরবানের থানচি থেকে দু’জন অপহৃত

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪৬ পিএম

বান্দরবানের থানচির বলিপাড়া থেকে দুই ব্যক্তিকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহৃত দু’জন হলেন বলিবাজারের ব্যবসায়ী ও তামাক চাষি মোহাম্মদ আবু তাহের এবং তামাক ক্ষেতের কর্মচারি সুমন মারমা।

রবিবার সকালে থানচি উপজেলার বলিবাজার বিজিবি ব্যাটালিয়ন থেকে ৫শ’ গজ দূরে তামাক চুল্লি থেকে অস্ত্রের মুখে আবু তাহেরকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। তাকে রক্ষা করতে গেলে তামাক খেতের কর্মচারী সুমন মারমাকেও ধরে নিয়ে যায় অপহরণকারীরা।

তামাক খেতের শ্রমিক মমতাজ বেগম জানান, তাদের ধরে নিয়ে যাওয়ার সময় অন্য কর্মচারীরা বাধা দিতে চাইলেও অস্ত্রের ভয়ে আর কিছু করা যায়নি।

বলিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাথুইখয় মারমা বলেন, গত কয়েক বছর ধরে আরাকান লিবারেশন পার্টির কয়েকজন দলছুট সদস্য স্থানীয় কিছু বেকার যুবককে নানা সন্ত্রাসী কাজে ব্যবহার করছে। তারা বিভিন্ন সময় লোকজনকে অপহরণের পর মুক্তিপণও দাবি করছে।

থানচি থানার ওসি তদন্ত মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, আমরা খবর পেয়েছি। অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত