কথাসাহিত্যিক গাজী তানজিয়ার নতুন গল্পের বই প্রকাশিত হয়েছে। বইমেলা ২০১৯ এ প্রকাশিত 'জগৎ বাড়ি' বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা চৈতন্য। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী তৌহিন হাসান ।
নতুন বই বিষয়ে গাজী তানজিয়া বলেন, গত প্রায় এক দশকে লেখা বাছাই ১৩টি গল্পের সংগ্রহ 'জগৎ বাড়ি'। আধুনিক জীবনের ক্ষয়-অবক্ষয়, উত্থান-পতন, সুখ- দুঃখ, জটিল আর সূক্ষ্ম ঘটনা প্রবাহ গল্পগুলোর সূত্র। প্রথা আর বাস্তবতা ভেঙে জনসংস্কৃতির অপর বাস্তব দেখানো হয়েছে এখানে। পোড়-খাওয়া মানুষের মুখগুলো বাস করে এই গল্পের জগৎ বাড়িতে। জীবনই এখানে মুখ্য।
বইটির দাম রাখা হয়েছে ২২০ টাকা। বইটি মেলায় পাওয়া যাচ্ছে চৈতন্য প্রকাশনার ৫৩৫, ৫৩৬ নম্বর স্টলে।