রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

‘জগৎ বাড়ি’ গাজী তানজিয়ার নতুন বই

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪৪ পিএম

কথাসাহিত্যিক গাজী তানজিয়ার নতুন গল্পের বই প্রকাশিত হয়েছে। বইমেলা ২০১৯ এ প্রকাশিত 'জগৎ বাড়ি' বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা চৈতন্য। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী তৌহিন হাসান ।  

নতুন বই বিষয়ে গাজী তানজিয়া বলেন, গত প্রায় এক দশকে লেখা বাছাই ১৩টি গল্পের সংগ্রহ 'জগৎ বাড়ি'। আধুনিক জীবনের ক্ষয়-অবক্ষয়, উত্থান-পতন, সুখ- দুঃখ, জটিল আর সূক্ষ্ম ঘটনা প্রবাহ গল্পগুলোর সূত্র। প্রথা আর বাস্তবতা ভেঙে জনসংস্কৃতির অপর বাস্তব দেখানো হয়েছে এখানে। পোড়-খাওয়া মানুষের মুখগুলো বাস করে এই গল্পের জগৎ বাড়িতে। জীবনই এখানে মুখ্য। 

বইটির দাম রাখা হয়েছে ২২০ টাকা। বইটি মেলায় পাওয়া যাচ্ছে চৈতন্য প্রকাশনার ৫৩৫, ৫৩৬ নম্বর স্টলে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত