শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

পুলিশি হয়রানির শেষ কোথায়?

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২১ এএম

পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কথা। কিন্তু পুলিশের কিছু কিছু সদস্যের দ্বারা মানুষ হয়রানির শিকার হয়। অপরাধ না করে অপরাধী হওয়ার চাইতে কষ্টের মনে হয় কিছু নেই; তাও আবার তা পুলিশের দ্বারা। বিভিন্ন চেকপোস্ট ও ছিমছাম পরিবেশে এমন ঘটনা বরাবরই ঘটে থাকে। পুলিশের একজন সদস্য যখন নানাভাবে হয়রানি করে তখন সাহায্য বা সমাধান খোঁজার পথটিও যেন হারিয়ে ফেলে সাধারণ জনগণ।  কয়েকদিন আগে পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে দেখলাম, আমাদের গাজীপুরে পুলিশ তিন যুবককে অপহরণ করে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে। কালিয়াকৈর ও মির্জাপুর থানার দুই এএসআই এমন কর্মকাণ্ডে জড়িত। পরবর্তী সময়ে গাজীপুরের পুলিশ সুপার যথাযথ পদক্ষেপ নিয়েছেন। শুধু গাজীপুর নয় অন্যান্য অনেক স্থানেও এমন ঘটনার সম্মুখীন হচ্ছে মানুষ। ভয়ে ও সঠিক বিচার না পাওয়ার আশঙ্কায় সে ঘটনাগুলো চাপা থেকে যায়। এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।  এমন অনাকাক্সিক্ষত ভোগান্তির অবসান কাম্য।

শামীম শিকদার, ভাকোয়াদী, কাপাসিয়া, গাজীপুর।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত