বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

সরস্বতী পূজা উদযাপিত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩১ এএম

বিনম্র শ্রদ্ধা-যজ্ঞ-অঞ্জলি আর নানা সাংস্কৃতিক আয়োজনে বরিশালে উদযাপিত হয়েছে সরস্বতী পূজা। গতকাল রবিবার সকাল থেকেই নগরের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির এবং পাড়া-মহল্লায় বিদ্যারদেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ ও বইখাতা রেখে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি অঞ্জলি ও প্রসাদ গ্রহণ করে ভক্তরা।

এবারই প্রথম ব্রজমোহন কলেজের ১৩টি বিভাগ ও প্রশাসনের উদ্যোগে পদার্থবিদ্যা ভবনের মাঠে স্থাপন করা হয় সরস্বতী দেবীর ১৩টি প্রতিমা। সন্ধ্যায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি বরিশাল কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয়, সরকারি আলেকান্দা কলেজ, রাজধানী নার্সিং কলেজ, ডিডব্লিউএফ নার্সিং কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পূজার আয়োজন করা হয়।  পূজা-অর্চনা শেষে বিভিন্ন প্রতিষ্ঠান ও মণ্ডপে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থী ছাড়াও খ্যাতিমান শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত