শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

শিরোপার স্বপ্ন দেখছে রিয়াল

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪২ এএম

লা লিগায় শিরোপা লড়াই এখনো শেষ হয়নি বলে হুঙ্কার ছেড়েছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। শীর্ষে থাকা বার্সেলোনাকে ধরে ফেলার সামর্থ্য তাদের আছে বলে জানান তিনি। শনিবার আতলেতিকো মাদ্রিদের মাঠে মর্যাদার ‘মাদ্রিদ ডার্বি’ জিতেছে তার দল। আতলেতিকোকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল। এ জয়ে ২৩ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে রিয়াল।লিগে টানা পাঁচ ম্যাচ জিতে শিরোপা লড়াইয়ে বার্সার কাছাকাছি আসতে পেরেছে রামোসরা। এ কারণেই শিরোপা কথা ভাবছেন রিয়াল অধিনায়ক, ‘এখনো অনেক খেলা বাকি, অনেক পয়েন্ট বাকি। যেকোনো দল যেকোনো সময় পরিস্থিতি বদলে দিতে পারে। লিগ এখনো শেষ হয়ে যায়নি। আমরা বার্সেলোনার জন্য কাজটা কঠিন করে তুলতে পারি। তাই শিরোপা জয়ের আশা রাখছি। আতলেতিকোর বিপক্ষে জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। সবাই আজ পরিকল্পনা মতো সঠিক কাজ করেছে।’ম্যাচে বিরতির পর ৭৪ মিনিটে বেঞ্চ থেকে নেমে দলের পক্ষে তৃতীয় গোল করেন বেল। এল ক্লাসিকোর ব্যর্থতা পুষিয়ে দিলেন এই ওয়েলস তারকা। এ গোল দিয়ে রিয়ালের জার্সিতে নিজের শততম গোল পূর্ণ করেন বেল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত