প্রতি জেলায় এনবিআরের নিজস্ব কার্যালয় করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, আমদানি ও রপ্তানির সময় সব পণ্যই এখন থেকে শতভাগ স্ক্যানিং করা হবে। এছাড়া ১০ শতাংশ স্ক্যানিংয়ের বাইরে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। যাতে কোনোভাবেই অনিয়ম হতে না পারে।
গতকাল রবিবার জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা ব্যবসায়ীবান্ধব। তাই ব্যবসায়ীদের দেশ ও সংস্কারবান্ধব হতে হবে। আমরা কোনো ব্যবসায়ীকে কষ্ট দিতে চাই না।’
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই। আর তা অর্জন করতে হবে। এ জন্য দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। যারা কর দেন, তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন। আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলবেন, চা খাবেন, কোনো সমস্যা নেই। তাছাড়া নতুন যারা চাকরিতে আসবেন তাদের প্রথম দিন থেকেই ভালো কথা শোনাবেন।’
মন্ত্রী আরও বলেন, প্রতি জেলায় এনবিআরের নিজস্ব কার্যালয় করা হবে। যাতে সমন্বিতভাবে কাজ করা যায়। জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে রাজস্ব আদায়ে অসংগতি রয়েছে। তাই রাজস্ব আয় বাড়াতে হবে। মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, জুলাই থেকে ভ্যাট আইন কার্যকর হবে। এ জন্য ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হবে।