সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

ইউভেন্তুসের জয়ে উজ্জ্বল রোনালদো

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০১ এএম

ইউভেন্তুসের জার্সিতে ২০তম গোলের দেখা পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। গোল করালেন সতীর্থদের দিয়েও। পর্তুগিজ তারকার এমন নৈপুণ্যে সেরি আয় সাস্সুয়োলোকে সহজেই হারাল ইউভেন্তুস। একই সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির সঙ্গে ১১ পয়েন্টের ব্যবধান গড়ল শীর্ষস্থান ধরে রাখা দলটি।

রোববার রাতে প্রতিপক্ষের মাঠে ইউভেন্তুস জয় পায় ৩-০ গোলে। রোনালদো ছাড়া গোল করেছেন সামি খেদিরা ও এমরে কান।

রোনালদোর দারুণ এক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর খেদিরা প্রথম গোলমুখ খোলেন ম্যাচের ২৩তম মিনিটে। প্রথমার্ধে ১-০ গোলেই এগিয়ে ছিল দলটি।

দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন রোনালদো।

৭০তম মিনিটে কর্নারকিক থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে জাল খুঁজে নেন সিআরসেভেন। এই নিয়ে লিগের টানা ৯টি অ্যাওয়ে ম্যাচে গোল পেলেন তিনি। জুভেন্টাসের হয়ে সব প্রতিযোগিতায় এখন পর্যন্ত মাঠে নেমেছেন ৩১টি ম্যাচে। মোট গোল ২০টি। শুধু সেরি আয় ১৮টি।

৮৬ মিনিটের সময় রোনালদোর পাস থেকে ব্যবধান ৩-০ করেন এমরে কান। লিভারপুলের সাবেক এই মিডফিল্ডার বদলি হিসেবে নেমে প্রথমবার বল ধরেই গোল করেন।

সেরি আ’তে এখনো অপরাজিত থাকা ইউভেন্তুসের ২৩ ম্যাচে পয়েন্ট ৬৩। ২০ ম্যাচের জয়ের সঙ্গে ৩টিতে ড্র তাদের। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির পয়েন্ট ৫২।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত