নাম গ্যাস্টন ভেরন। বাড়ি আর্জেন্টিনায়। জন্ম ২০০১ সালের ২৩ এপ্রিল। খেলেন ফুটবল। এটুকু পড়ার পরই নিশ্চয়ই আপনার মনের ভেতর আশার বুদ্বুদ উঠতে শুরু করেছে। আপনি হয়তো ভাবতে শুরু করেছেন এই গ্যাস্টন ভেরনের মধ্যে ভবিষ্যতের ডিয়েগো ম্যারাডোনার ছায়া দেখা গেছে কি না? অথবা লিওনেল মেসির সঙ্গে তার কতটা মিল? কিংবা এই গ্যাস্টন ভেরন সাবেক আর্জেন্টাইন তারকা সেবাস্তিয়ান ভেরনের কী হন? আসলে সবগুলো প্রশ্নের উত্তরই ‘না’। তাই সেগুলো পাশে সরিয়ে রেখে আর্জেন্টিনার এই নতুন প্রতিভা সম্পর্কে খোঁজখবর করা যাক। গ্যাস্টন ভেরন ফরোয়ার্ড হিসেবে খেলেন আর্জেন্টিনোস জুনিয়র্সে। এই ক্লাব থেকেই উঠে এসেছিলেন ম্যারাডোনা। ছোট বয়সে এই ক্লাবে খেলে ফুটবল শিখেছেন ফার্নান্দো রেদোন্দো, এস্তেবান ক্যাম্বিয়াসো, হুয়ান রিকুইলমের মতো ফুটবলাররা। মিডিয়া বলছেÑ এই ক্লাবের নতুন হীরের টুকরো হলেন গ্যাস্টন। লম্বায় ছয় ফিট। যেকোনো ডিফেন্ডারকে পরাস্ত করার জন্য এই উচ্চতা যথেষ্ট। সঙ্গে আছে দুর্দান্ত স্কিল। ১৬ বছর বয়সে ক্লাব ফুটবলে অভিষেক। ১৭ বছরে প্রথম গোল। খেলেছেন আর্জেন্টিনার জুনিয়র টিমে। খেলতে চান বোকা জুনিয়র্স কিংবা বায়ার্ন লেভারকুসেনে। তবে খবরে প্রকাশ, গ্যাস্টন ভেরনকে নিয়ে অনেক ইউরোপিয়ান ক্লাবও আগ্রহী।