চট্টগ্রামের হাটহাজারীতে দুদিনের অভিযানে ভেজাল ২৭শ’ লিটার ঘি জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ও গত সোমবার সন্ধ্যায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন ও সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা এ অভিযান পরিচালনা করেন।হাটহাজারী পৌরসভার পূর্ব দেওয়াননগর শাহাজালাল পাড়া এলাকায় পৃথক ভাড়া বাসা থেকে প্লাস্টিক ও টিনের কৌটাভর্তি ২৭শ লিটার ভেজাল ঘি জব্দ করা হয়। এছাড়া ঘি তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত ২ হাজার লিটার পাম অয়েল, প্রায় ২শ’ লিটার ডালডা জব্দ করা হয়েছে। ক্ষতিকারক উপাদান দিয়ে এসব ঘি তৈরি করা হচ্ছিল।নির্বাহী কর্মকর্তা জানান, একটি চক্র দীর্ঘদিন এসব ঘি তৈরি করে বাজারজাত করে আসছিল। উপজেলার আওতাধীন ও পৌরসভা এলাকায় আরও ভেজাল ঘি তৈরির কারখানা রয়েছে বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে তিনি দুদিন ওই এলাকায় অভিযান পরিচালনা করে থ্রি-স্টার, স্টার গোল্ড, গোল্ডেন স্পেশাল, গোল্ডেন প্রিমিয়ার, বাঘাবাড়ী স্পেশাল, কোয়ালিটি ঘি প্রভৃতি ব্র্যান্ডসহ নানা জাতের ঘি তৈরির সরঞ্জাম উদ্ধার করেন। এসব ঘি তৈরির সময় নিম্নমানের পাম অয়েল, সুজি, ক্ষতিকারক রং ও কেমিক্যাল ব্যবহার করা হতো। এসব জব্দ করা গেলেও অভিযানকালে কাউকে আটক করা যায়নি। এসব কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে অবৈধ উপকরণ জব্দ করা হয়। পরে ঘি তৈরির বিভিন্ন উপকরণ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।