সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

ময়মনসিংহে যুবক হত্যা মামলায় এসআই গ্রেপ্তার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৩ পিএম

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মো. সেলিম নামের এক যুবক হত্যা মামলার প্রধান আসামি জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে জামালপুর সদর থেকে তাকে গ্রেপ্তার করে ফুলবাড়িয়া থানায় নিয়ে যাওয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার রাতে নিজ বাড়িতে স্ত্রী ফাতেমা খাতুন শেফালীর সামনে থেকে সেলিমকে গরুর খামারে ডেকে নেয় এসআইয়ের ছেলে রিয়াদ। পরে মোহাম্মদ আলী, তার ভাই মোহাব্বত আলীসহ পাঁচ থেকে ছয়জন রাতে সেলিমকে গরুর খামারে শিকল দিয়ে বাঁধে। পরে তারা সেলিমকে লোহার রড দিয়ে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে বাম পা ভেঙে দেয়। তার সারা শরীর থেঁতলেও দেওয়া হয়। পরে সেলিমের অবস্থা গুরুতর হয়ে পড়লে সড়ক দুর্ঘটনার কথা বলে গভীর রাতে সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায় তারা। গত রবিবার হাসপাতালে সেলিমের মৃত্যু হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত