ভারতের রাজধানী দিল্লির মধ্যাঞ্চলের হোটেল অর্পিত প্যালেসে মঙ্গলবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু ও নারী রয়েছে বলে জানা যায়।
অগ্নি নির্বাপক দলের সদস্য সুনীল চৌধুরী এএফপিকে জানায়, ‘আমরা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিশ্চিত করেছি মৃতের সংখ্যা ১৭। এর মধ্যে নারী ও শিশুও রয়েছে।’ তবে স্থানীয় মিডিয়া বলছে, ওই নারী ও শিশু অগ্নিকাণ্ড থেকে বাঁচতে হোটেলের জানালা দিয়ে লাফ দেয়।
দিল্লি অগ্নি নির্বাপক ব্রিগেডের প্রধান জি. সি. মিশ্র জানান, ‘হোটেলের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। মোট ৩৫ জনকে উদ্ধার করতে পেরেছি আমরা। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। হোটেলের করিডোরে কাঠের প্যানেল করা ছিল, তাই অনেকে করিডোর দিয়ে পালাতে পারেনি।’
তবে ঠিক কীভাবে এই আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। আগুনে হোটেলটির উপরের তলা পুরো ভস্মীভূত হয়েছে।
গত ডিসেম্বরেও ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে আটজন নিহত হয়।