কেরানীগঞ্জে অভিযান চালিয়ে চারটি অবৈধ পানির কারখানা ও সকল মালামাল ধ্বংস করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অন্যদিকে চারটি অবৈধ ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে বিএসটিআইয়ের উপপরিচালক (সিএম) নুরুল ইসলাম ও উপপরিচালক (সিএম) মো. রুহুল আমিনের নেতৃত্বে বিজিবির সহযোগিতায় এ অভিযান চালানো হয়। আর পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে কোন্ডা ইউনিয়নের মোল্লারহাট ও জাজিরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।