দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের পুরান ঢাকার কেমিক্যাল কারখানাগুলোকে লাইসেন্স নবায়নের সুযোগ দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল মঙ্গলবার নগর ভবনের সভাকক্ষে ‘ট্রেড লাইসেন্স নবায়ন ও কেমিক্যাল পল্লীতে ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, এফবিসিসিআই, পরিবেশ অধিদপ্তর, সিটি করপোরেশন, র্যাব ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি কমিটি হবে।
কমিটি আগামী সপ্তাহে অভিযান পরিচালনা করবে। এ সময় যাদের যেসব কারখানায় নিষিদ্ধঘোষিত কেমিক্যাল পাওয়া যাবে না, তাদের তাৎক্ষণিক ট্রেড লাইসেন্স দেওয়া হবে। আর যেসব কারখানায় পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।