বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

কেমিক্যাল কারখানায় আগামী সপ্তাহে অভিযান

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০২:১৯ এএম

দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের পুরান ঢাকার কেমিক্যাল কারখানাগুলোকে লাইসেন্স নবায়নের সুযোগ দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল মঙ্গলবার নগর ভবনের সভাকক্ষে ‘ট্রেড লাইসেন্স নবায়ন ও কেমিক্যাল পল্লীতে ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, এফবিসিসিআই, পরিবেশ অধিদপ্তর, সিটি করপোরেশন, র‌্যাব ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি কমিটি হবে।

কমিটি আগামী সপ্তাহে অভিযান পরিচালনা করবে। এ সময় যাদের যেসব কারখানায় নিষিদ্ধঘোষিত কেমিক্যাল পাওয়া যাবে না, তাদের তাৎক্ষণিক ট্রেড লাইসেন্স দেওয়া হবে। আর যেসব কারখানায় পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত