অগ্নিবীণার ব্যানারে ভালোবাসা দিবস উপলক্ষে আসছে শিল্পী ইলিয়াস হোসেনের গায়কিতে একক গান ‘চোখ তো সরে না’। সজীব শাহরিয়ারের কথায় সুর-সংগীত করেছেন রেজওয়ান শেখ।
সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁও পানাম সিটিতে চিত্রায়িত হয়েছে গানটির ভিডিও। অভিনয় করেছেন ধ্রুব গুহর ‘যে পাখি ঘর বোঝে না’সহ বেশ কিছু দর্শকপ্রিয় মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনের মডেল তারেক জামান। আরও আছেন মৌ। নির্মাণ করেছেন বিপ্লব হাসান ও জয়।
ভালোবাসা দিবসে মিউজিক ভিডিওটি অগ্নিবীণার ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।
শিল্পী ইলিয়াস বলেন, ‘গানটির কথা, সুর ও সংগীতায়োজন অনেক সুন্দর হয়েছে। ভিডিওচিত্রটিও দারুণ হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।’
তারেক বলেন, ‘আমি খুব বেছে বেছে ভালো মানের মিউজিক ভিডিও করি। এই গানটি শুনতে চমৎকার লেগেছে। আর ভিডিওর পরিকল্পনাও আমার পছন্দ হয়। তাই কাজটি যত্ন নিয়ে করেছি। আশা করি আমার অন্য কাজের মতো এটাও সবাই পছন্দ করবেন।’