নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে আজ প্রিমিয়ার ফুটবল লিগের পঞ্চম ম্যাচ খেলতে নামবে বসুন্ধরা কিংস। টানা পঞ্চম জয়ের লক্ষ্য নিয়ে তারা আজ মোকাবিলা করবে রহমতগঞ্জের।
আজকের খেলায় জয় নিয়েই ফেরার আশা করছেন স্বাগতিক কিংসের দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন, ‘এটি আমাদের পঞ্চম ম্যাচ। আগের চারটি ম্যাচই আমরা জিতেছি। আগামীকালের (আজ) ম্যাচটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। গত চারটি ম্যাচ যেভাবে খেলেছি, এভাবে খেলতে পারলে আমরাই জিতব। আজকের একাদশে দুয়েকটা পরিবর্তন আসতে পারে।’