রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

চকবাজারে দগ্ধ রেজাউলও মারা গেছেন

আপডেট : ০১ মার্চ ২০১৯, ১১:১৭ এএম

চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের মধ্যে রেজাউল ইসলাম (২২) নামে এক যুবক শুক্রবার সকালে মারা গেছেন।

দগ্ধদের মধ্যে আরও তিনজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন।

এনিয়ে বার্ন ইউনিটে ভর্তি নয়জনের মধ্যে তিনজন মারা গেলেন। এর আগে তিনজনকে রিলিজ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

বার্ন ইউনিটে ভর্তি তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এনিয়ে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা সরকারি হিসাব মতে ৭০ জনে দাঁড়িয়েছে। এখনো কয়েকজনের সন্ধান মেলেনি। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত