নিজের টাকায় বই কিনে পাঠকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে সারা দেশে পরিচিতি পাওয়া পলান সরকার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজশাহীর বাঘা উপজেলার বাউশার নিজ বাড়িতে শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মারা যান একুশে পদক পাওয়া এই ব্যক্তিত্ব।
পলান সরকারের প্রকৃত নাম হারেজ উদ্দিন, জন্ম ১৯২১ সালে। জন্মের মাত্র পাঁচ মাসের মাথায় তার বাবা মারা যান। আর্থিক অনটনের কারণে ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়ায় ইতি টানতে হয় তাকে।
স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন পলান সরকার। প্রতিবছর স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে যারা ১ থেকে ১০-এর মধ্যে মেধা তালিকায় স্থান পাবে, তাদের তিনি একটি করে বই উপহার দিতেন। এখান থেকেই শুরু হয় তার বই বিলির অভিযান। একটানা ৩০ বছরের বেশি সময় ধরে করেছেন এই কাজ।
বই পড়ার আন্দোলন গড়ে তোলার জন্য পলান সরকার ২০১১ সালে একুশে পদক পান।